গাজীপুর জেলা পরিষদ – সাংগঠনিক কাঠামো (২০২৫)
১. প্রশাসক
-
জেলা পরিষদের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত পদ।
-
জেলা প্রশাসক সরকার কর্তৃক জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
পরিষদের নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা অনুমোদন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
২. প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer – CEO)
-
জেলা পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও পরিচালন কার্যক্রমের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
-
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন।
৩. সহকারী প্রকৌশলী (Assistant Engineer)
-
সড়ক, সেতু, কালভার্ট ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন।
৪. প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer)
-
দাপ্তরিক কার্যক্রম, নথি ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
৫. উপ-সহকারী প্রকৌশলী (Sub-Assistant Engineer)
-
সহকারী প্রকৌশলীর অধীনে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন ও তদারকির কাজে সহযোগিতা করেন।
৬. অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী
-
হিসাবরক্ষক, কার্যালয় সহকারী, মাঠকর্মীসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন।
সারসংক্ষেপ (মূল কাঠামো)
| পদনাম | ভূমিকা ও দায়িত্ব |
|---|---|
| প্রশাসক (Deputy Commissioner) | জেলা পরিষদের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত, নীতি নির্ধারণ |
| প্রধান নির্বাহী কর্মকর্তা | প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন |
| সহকারী প্রকৌশলী | অবকাঠামো উন্নয়ন কার্যক্রম তদারকি |
| প্রশাসনিক কর্মকর্তা | অফিস প্রশাসন ও নথি ব্যবস্থাপনা |
| উপ-সহকারী প্রকৌশলী | মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সহায়তা |
| অন্যান্য কর্মকর্তা/কর্মচারী | দাপ্তরিক ও সহায়ক দায়িত্ব |
